মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া পিরতলা মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।

মেহেরপুর ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে এদিন গাংনী উপজেলার নওদাপাড়া পীরতলা মাঠে অভিযান চালিয়ে মুন্নাতকে (৩৬) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মুন্নাত পীরতলা গ্রামের ইন্তাজ ছেলে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছ।

 

Comments (0)
Add Comment