মেহেরপুর অফিস: মেহেরপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার বিকেলের দিকে শফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। এর আগে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক কেরামত আলী হেরোইন রাখার অপরাধে শফিকুল ইসলামকে ২ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৩ মাসের কারাদ-াদেশ দেন। ওই সময় শফিকুল ইসলাম পলাতক ছিলো। গত রোববার গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।