মেহেরপুর ডিবি’র অভিযানে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে সাড়ে ১০ গ্রাম হেরোইনসহ আশরাফ খান (৪০) ও রাকিবুজ্জামান রাব্বি (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃত আশরাফ খান মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকার মৃত সাবের খানের ছেলে এবং রাকিবুজ্জামান রাব্বি বন্দর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। গতকাল সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইটভাটার কাছ থেকে তাদেরকে আটক করা হয়। মেহেরপুর ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইটভাটার কাছে ওৎ পেতে বসে থাকে গোয়েন্দা পুলিশের একটি দল। পরে রাত সাড়ে ৮টার দিকে সেখান থেকে দুজনকে আটক করা হয় এবং তাদেরকে তল্লাশি চালিয়ে কাছে থাকা সাড়ে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। জানা গেছে আশরাফ খানের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদকের মামলা রয়েছে।

 

Comments (0)
Add Comment