মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ছাদ বাগানের উদ্বোধন

মেহেরপুর অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালীন সঙ্কটময় মুহূর্তে দেশের এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। এরই আলোকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ছাদ বাগানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদের ওপরে ছাদ বাগানের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আহমেদ খান ছাদের ওপরে একটি টবে একটি আমের চারা রোপণের মধ্য দিয়ে ছাদ বাগানের উদ্বোধন করেন। এদিন ছাদের ওপরে তৈরি টবে বেশকিছু আম গাছসহ বিভিন্ন ধরণের ফলের গাছ লাগানো হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমান, (রাজস্ব) আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল, সহকারী কমিশনার মিথিলা দাস, কাজী মুহাম্মদ অনিক ইসলাম, মাশতুরা আমিনা, নাহিদ হোসেন, সবিতা সরকার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, সরকারি  ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি মাটি খালি রাখা যাবে না। এরই আলোকে পরীক্ষামূলকভাবে ছাদের ওপরে গাছ লাগানো হলো। পর্যায়ক্রমে প্রতিটি ছাদে গাছ লাগানো হবে।

Comments (0)
Add Comment