মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অপরাধ প্রবণতা রোধ বিষয়কসভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অপরাধসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এ বিশেষ অপরাধসভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। বিশেষ অপরাধ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলাম, (সার্কেল) আজমল হোসেন। সভায় মেহেরপুর জেলার বিভিন্ন থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সালাম গ্রহণ করেন। পুলিশ সুপার মো. রাফিউল আলম এ সময় তার সাথে ছিলেন।

Comments (0)
Add Comment