মেহেরপুর জেলা জাপা’র সাবেক সভাপতি খন্দকার পালু আর নেই

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, মেহেরপুর পৌরসভা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ খন্দকার আমিরুল ইসলাম পালু (৮২) গতকাল বুধবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি……….রাজিউন)। এদিন বিকেলে মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহা নগর উদ্যান তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। পরে মেহেরপুর পৌরসভা শেখ পাড়াস্ত কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Comments (0)
Add Comment