মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মোমিন চৌধুরী শ^াসকষ্টজনিত অসুস্থ। তিনি মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তাকে গতকাল রোববার দুপুরে দেখতে যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম তোতা ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু। এ সময় তারা মোমিন চৌধুরীর শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
মোমিন চৌধুরী ১৯৭১ সালের ১৭ এপ্রিল মঞ্চ তৈরীতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।