মেহেরপুর এসপি কার্যালয়ের হিসাব রক্ষককে বিদায় সংবর্ধনা

মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত হিসাবরক্ষক জাফর আহমেদের পদোন্নতি জনিত বদলীতে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, বিদায়ী হিসাবরক্ষক জাফর আহমেদ প্রমুখ। বিদায় অনুষ্ঠানে বিদায়ী হিসাব রক্ষক জাফর আহমেদকে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত হিসাবরক্ষক জাফর আহমেদকে পদোন্নতি জনিত কারণে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে বদলী করা হয়েছে।

Comments (0)
Add Comment