মেহেরপুরে ৩ দিন ব্যাপী অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধন

মেহেরপুর অফিস: মেহেরপুরে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সভা প্রধান হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহা-পরিচালক জাফর ওয়াজেদ। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। অনুসন্ধানী সাংবাদিকতা একজন সাংবাদিকের মান অনেক বৃদ্ধি করে। এই প্রশিক্ষনটি সাংবাদিকদের পথ চলায় অনেক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, পারভীন সুলতানা রাব্বী প্রমুখ। এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন। এদিন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেনসহ মেহেরপুর প্রেসক্লাবের ৩০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Comments (0)
Add Comment