মেহেরপুর অফিস: সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে মেহেরপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাসের নেতৃত্বে অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকাসহ হেলমেট না থাকায় ১০ জনের নামে মামলা দায়ের এবং ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে ট্রাফিক সার্জেন্ট আল-আমিন হোসেনসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।