মেহেরপুর অফিস: মেহেরপুরে হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মসলেম উদ্দিন, সহ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাহফুজুর, রহমান উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় সামনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে সেখানে হাত ধোয়া হয়।