মেহেরপুর অফিস: স্ত্রী’র দায়ের করা যৌতুক মামলায় স্বামী রিপনের এক বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এসএম শরীয়তউল্লাহ এ রায় দেন। সাজাপ্রাপ্ত রিপন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শিহালা গ্রামের ফজর আলীর ছেলে। মামলার বাদী হামিদা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে। স্ত্রী হামিদা খাতুন তার স্বামী রিপনের নামে যৌতুক আইন একটি মামলা দায়ের করেন। মামলায় রিপন দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে এক বছর সশ্রম কারাদ- দেন।