মেহেরপুরে সপ্তাহব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প শুরু

মেহেরপুর অফিস: মেহেরপুরে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে কিংক সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের সহায়তায় সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প শুরু হয়েছে। গত পরশু বৃহস্পতিবার মেহেরপুর মক্কা চক্ষু হাসপাতালে বিনামূল্যে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এই চক্ষু ক্যাম্পে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকৎসা ও ৫০০ রোগীর ছানি অপারেশন করা হবে। নির্বাচিত রোগীদের অপারেশন, ওষুধ, চশমা ও চিকিৎসাকালীন থাকা-খাওয়া যাবতীয় খরচ বহন করবে সংস্থাটি। এছাড়াও সকল রোগীর চক্ষু পরীক্ষা, পরামর্শ, চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হবে। আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রকল্প আল-নূর ও মক্কা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই চক্ষু ক্যাম্পে সপ্তাহব্যাপী রোগীদের সেবা প্রদান করবেন। আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের মহা পরিচালক ড. আহমেদ আল-মিম্বারি জানান, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে। ইতোমধ্যে সংস্থাটি নানামুখী প্রকল্পের মাধ্যমে প্রায় অর্ধকোটি মানুষের সেবা প্রদান করেছে।