মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরি (দার্হ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের মরহুম সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আবু হোসেন খান বাবু, শরিফুল ইসলাম, খোকন মোল্লা, বিল্লাল হোসেন ও শামসুল আলমের পরিবারকে এক লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিবের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন বাবু, সাবেক সভাপতি নিজাম উদ্দিন রকেট, সহসভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম জুয়েল, কোহিনুর বেগম, নার্গিস সুলতানা, শিল্পী, কাজল, সুফিয়া খাতুন, আবুল হাশেম প্রমুখ। পরে মরহুম ৪ শ্রমিক নেতার পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেয়া হয়।