মেহেরপুরে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার ১২১ কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এতে ২৪২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এর আগে সকালে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন এবং সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। সদর উপজেলার বিভিন্ন গ্রামের ২ হাজার ৩৩৫ জন ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এবং ১৭ হাজার ৯৭৮ জন ১২-৫৯ মাস বয়সের শিশুকে লাল রঙের ভিটামিনের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

Comments (0)
Add Comment