মেহেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ একজন আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে র‌্যাবের অভিযানে ৭ গ্রাম হেরোইনসহ হাবিল ফরাজী (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত হাবিল ফরাজী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোলদিয়া গ্রামের মৃত সলিম ফরাজীর ছেলে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের চৌরাস্তা (পাকুড়তলা) মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১২ এর মেহেরপুরের (গাংনীস্থ) সদস্যরা তাকে আটক করে। র‌্যাব-১২ গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা চৌরাস্তা মোড় সংলগ্ন আজিম উদ্দীনের ইটভাটার সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। অভিযানে হাবিল ফরাজী নামের একজনকে ৭ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত হাবিল ফরাজীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত হাবিল ফরাজী একজন মাদক ব্যবসায়ী।

Comments (0)
Add Comment