মেহেরপুরে যুব মহিলা লীগের উঠোন বৈঠক অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: বর্তমান সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর ২নং ওয়ার্ড যুব মহিলা লীগের উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর শহরের ২নম্বর ওয়ার্ড ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি নুরুন্নাহারের সভাপতিত্বে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম। উঠোন বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসীরা পলি, সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেটের রুতশোভা মন্ডল, পৌর যুব মহিলা লীগের সভাপতি রুকসানা কামাল রনু প্রমুখ।

Comments (0)
Add Comment