মেহেরপুরে মাদকসেবী নাজমুলের সাড়ে ৩ মাসের জেল

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদক সেবনের দায়ে নাজমুল ইসলাম নামের এক মাদকসেবীকে ৩ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাজমুলকে ৩ মাস ১৫ দিনের কারাদ- দেয়া হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত নাজমুল মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের নজর আলীর ছেলে। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে মাদকসেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করার পর ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়।

Comments (0)
Add Comment