মেহেরপুরে মাদকসহ একজন আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে হেরোইনসহ সুবহান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক সুবহান মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আকবর মোল্লার ছেলে। গতকাল মঙ্গলবার সকালের দিকে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, তার নেতৃত্বে অন্যান্য সদস্যরা এদিন সকালে গোভীপুর গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ সুবহানকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, আটক আসামি সুবহানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment