মেহেরপুরে ভিক্ষুক যাচাই বাছাই কার্যক্রম শুরু

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুক যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় শহর সমাজসেবা অফিসের সহযোগিতায় ভিক্ষুক যাচাই বাছাই করা হচ্ছে। মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় ভিক্ষুক যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজিয়া সিদ্দিকা সেতু ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বারাদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন, জেলা সমাজসেবা অধিদপ্তরে রেজিস্ট্রেশন অফিসার কাজি মোহাম্মদ আবুল মুনসুর, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল আহমেদ, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিসুর রহমান, পৌর কাউন্সিলর আব্দুর রহিম, আব্দুল্লাহ আল বাপ্পী, রোকসানা কামাল রুনু, জোসনা খাতুন, শারমিন সুলতানাসহ অনেকে উপস্থিত ছিলেন। মেহেরপুর পৌর এলাকা এবং সদর উপজেলার বিভিন্ন গ্রামের দেড় শতাধিক ভিক্ষুক যাচাই বাছাইয়ে অংশ নেন।

Comments (0)
Add Comment