মেহেরপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুর অফিস : মেহেরপুর এলাকার সুবিধা বঞ্চিত রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে দিনব্যাপি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার ১নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে দারিদ্র বিমোচন সংস্থা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারিদ্র বিমোচন সংস্থার (ডিবিএস) নির্বাহী পরিচালক আবু জাফর। এছাড়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্টার কর্মকর্তা কাজী মোহাম্মদ আবুল মনসুর, দারিদ্র বিমোচন সংস্থার সহকারি পরিচালক জুবায়ের আলম (এনরিচ ফোকাল পার্সন) প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। দিনবাপি চলা এই চক্ষু ক্যাম্পে এলাকার প্রায় ১০০০ রোগিকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ রোগিদের চোখের পরীক্ষা নিরীক্ষার পর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন স্থান থেকে আসা রোগিরা সেখানে উপস্থিত ছিলেন। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের একটি টিম এ চিকিৎসা সেবা প্রদান করে।
এসময় বক্তারা বলেন, জেলায় অনেক রোগি আছে যারা অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। অন্ধত্ব বরণ করেন। আমাদের উদ্দেশ্য যারা এই জেলায় চোখের নানা রোগে আক্রান্ত তাদের দোড়গোড়ায় উন্নত চক্ষু সেবা পৌছে দেওয়া। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে বলেও জানান বক্তারা।