মেহেরপুরে প্রশিক্ষণরত বিদেশগামী কর্মী ও প্রশিক্ষণার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

 

মেহেরপুর অফিস: “থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়ে গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত বিদেশগামী কর্মী ও সকল ট্রেডের ছাত্র-ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সরকারের সাফল্য এবং শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছেদিতে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হলরুম মিলনায়তনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র অফিসার আবু হাসান আল জোবায়ের, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, প্রশিক্ষণার্থী উম্মে হাবিবা সুলতানা প্রমুখ। এর আগে সৈয়দা মোনালিসা ইসলাম মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল ট্রেড পরিদর্শন করেন। পরে তার হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলেদেন মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।

 

Comments (0)
Add Comment