মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে নাম ঠিকানাবিহীন ও ভুয়া বিএসটিআই’র লোগো লাগানো নারিকেল ও সরিষার তেল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজারের ব্রাদার্স স্টোরের সামনে থেকে ভ্যান বোঝাই নাম ঠিকানাবিহীন ও ভুয়া বিএসটিআই’র লোগো লাগানো ওই নারিকেল ও সরিষার তেল জব্দ করা। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্যান চালক জীবনের নিকট থেকে এসব পণ্য জব্দ করা হয়। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এই সব খাদ্যসামগ্রী জব্দ করা হয়।