মেহেরপুরে দুই হেরোইনসেবীকে কারাদ- ও জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে আশরাফ আলী ও অজয় কুমার দাস নামের দুই ব্যক্তিকে তিন মাসের কারাদ- ও এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ১৫ দিনের কারাদ- দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্ত আশরাফ আলী মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার আব্দুল আজিজের ছেলে এবং অজয়কুমার দাস একই এলাকার মদন দাসের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ওই আদেশ দেন।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে মেহেরপুর শহরের কাশ্যবপাড়ায় অভিযান চালিয়ে ওই দুই মাদকসেবীকে হেরোইনসহ গ্রেফতার করে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান পরিচালনা করেন।

 

Comments (0)
Add Comment