মেহেরপুর অফিস: গাঁজা খাওয়ার অপরাধে রাসেল এবং জুয়েল নামের দুই যুবককে পাঁচ দিনের কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেল ও জুয়েলকে পাঁচ দিনের কারাদ- ও ১শ টাকা করে জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত রাসেল শহরের গোরস্তানপাড়া জামালের ছেলে এবং জুয়েল একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে মেহেরপুর শহরের পশুহাটপাড়া এলাকা থেকে গাঁজা সেবন অবস্থায় তাদেরকে আটক করা হয়।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে তাদের আটক করা হয়। এবং পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।