মেহেরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাকবিরোধী প্রশিক্ষণ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের অর্থায়নে দিনব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের তামাকবিরোধী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার ওসি (তদন্ত) জুলফিকার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার নাসরিন সুলতানা, ইউপি চেয়ারম্যান শাহজামান, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাঞ্জিমুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, সাংবাদিক রফিকুল আলম প্রমুখ। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য এর ওপর কি নোট উপস্থাপন করেন ডা. ইনজামাম-উল-হক।

Comments (0)
Add Comment