মেহেরপুরে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ইমরান ওরফে শাকিল নামের এক যুবককে আটক করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। আটক ইমরান ওরফে শাকিল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকার জাবেদ আলীর ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর রত্বেশ্বর কুমার ম-লের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে অভিযান চালান। এ সময় ইমরান ওরফে শাকিলকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment