মেহেরপুরে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাসকে ‘স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) -২০২২’ এ ভূষিত করায় এবং মন্ত্রীপরিষদ বিভাগে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মেহেরপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকারনাইন বায়োজিদ প্রমুখ।

Comments (0)
Add Comment