মেহেরপুরে কৃষকের ধান কেটে দিলেন জেলা কৃষকলীগ

 

মেহেরপুর অফিস ঃ শ্রমিক সংকটের মধ্যে মেহেরপুরের নি¤œআয়ের কৃষকের ধান কেটে দিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের কৃষক আব্দুল মাবুদের এক বিঘা পাকা ধান কেটে দেয় জেলা কৃষক লীগ। জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম শান্তির নেতৃত্বে এ ধান কাটা কার্যক্রম চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, জেলা কৃষকলীগের সদস্য জিন্নাত আলী প্রমুখ।

এসময় কৃষক আব্দুল মাবুদ বলেন- মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে শ্রমিক সংকট দেখিয়ে বেশি দামে ধান কাটতে হত। এসময় আমার জন্য এধান কাটা কষ্টকর হত। কৃষকলীগ নেতারা ধান কেটে দেওয়ায় আমি উপকৃত হলাম।

জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম শান্তি বলেন- প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে কৃষকলীগ অসহায় ও নিন্ম আয়ের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। এরই অংশ হিসেবে আমরা আজ কৃষক আব্দুল মাবুদের ধান কেটে দিয়েছি।

 

Comments (0)
Add Comment