স্টাফ রিপোর্টার: মেহেরপুর নতুন দরবেশপুরে কলাভর্তি পিকাপের ধাক্কায় দুই পথচারীসহ গাড়ির চালক আহত হয়েছে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের নতুন দরবেশপুর বাজারের ওপর দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন পথচারী আলমডাঙ্গা উপজেলা কুলপালা পশ্চিমপাড়ার শফিকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম (৩৬), একই এলাকার আব্দুর সাত্তারের ছেলে জিয়ারুল ইসলাম (৪০) ও পিকাপের চালক চুয়াডাঙ্গা শহরের গোরস্থান পাড়ার আব্দুস সামাদের ছেলে লাল্টু (৪৮)। আহতদের স্বজনরা জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় দরবেশপুর বাজারের ওপর রাস্তার পাশে দাঁড়িয়ে শাহিন ও জিয়ারুল কথা বলছিল। এ সময় হঠাৎ করে চুয়াডাঙ্গা-মেহেরপুরগামী একটি কলাভর্তি পিকাপ তাদের ধাক্কা দেয়। পিকাপের ধাক্কায় দুইজনই রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় পিকাপের চালক লাল্টুও আহত হন। তাদের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।