মেহেরপুরে এসে মা – মেয়ে নিখোঁজ

স্টাফ রিপোর্টার: পিতার বাড়ি যশোর থেকে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা দিয়ে মেহেরপুরে এসে নিখোঁজ হয়েছেন জুলি বেগম (১৯) ও তার মেয়ে রোজা (৪)। বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুরে তারা নিখোঁজ হন বলে জুলির পরিবারের লোকজন জানিয়েছেন। জুলি বেগম যশোরের হাইকোর্ট মোড় জামতলার আব্দুল গফুরের মেয়ে এবং কুষ্টিয়ার আল্লারদর্গা রিফাইতপুর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী, রোজা তার মেয়ে।
জানা গেছে, জুলি বেগম তার মেয়ে রোজাকে নিয়ে বাসযোগে যশোরে তার পিতার বাড়ি থেকে কুষ্টিয়ার মিরপুরে নামার জন্য স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাসের কন্ডাকটর চুয়াডাঙ্গায় পৌঁছে মেহেরপুরের একটি গাড়িতে তুলে দেন। পরে মেহেরপুর এসে জলির ও রোজা নিখোঁজ হন। এদিকে গ্রামের বাড়ি পৌঁছাতে বিলম্ব করায় তার স্বামীর বাড়ির লোকজনও সন্দেহ হয়। পরে খবর পেয়ে জলির বোনের মেয়ে রুবিনা খাতুন মেহেরপুরে এসে খোঁজখবর শুরু করেন। তাদের কাছে কোন মোবাইল না থাকায় জলি ও তার মেয়ে কি অবস্থায় আছেন, কোথায় আছেন সেটা বুঝতে পারছেন না।

 

Comments (0)
Add Comment