মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরে জেলা আইনজীবীদের নিয়ে গঠিত হলো ল’ইয়ার্স ক্লাব। মঙ্গলবার দুপুরে কোর্ট এলাকায় আইনজীবী ভবনে এই ক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন করেন।
নবগঠিত ক্লাবের সভাপতি অ্যাড. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুর জামাল সহ ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়। ক্লাবের সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল আলিম, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ্য আতাউর রহমান, নির্বাহী সদস্য ইহান উদ্দীন মনা, শাহরিয়ার শাওন, নাজমুল হুদা, সেলিম রেজা গাজী, আরিফুল ইসলাম আরিফ, সেলিম রেজা, আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম সাহেব, আল মামুন রাসেল, নাগিব মাহফুজ জুয়েল, শফিউল আজম বকুল।