মেহেরপুরে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চেক ও গরু বিতরণ বিতরণ

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে গরু ও চেক বিতরণ করেছে জেলা সমবায় অফিস। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জেলা প্রসাশক ড. মুহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এনডিসি সচিব মশিউর রহমান ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক তরুন কান্তি শিকদার। গতকাল রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৫০ জনের মাঝে গরু ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৮ জনের মাঝে গরু ও অন্যদের গরু ও খাবার ক্রয়ের জন্য ১ লাখ ৫ হাজার টাকার করে চেক দেয়া হয়েছে। এ টাকা ১৫ মাস গরু পালন-পালন করে বিনা সুদে শতকরা মাত্র তিন টাকা সার্ভিস চার্জ দিয়ে পরিশোধ করতে হবে। সরকারি এই সুবিধা পেয়ে খুশি সুবিধাভোগীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় এই উদ্যোগ চলমান থাকবে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন হবে।

Comments (0)
Add Comment