মেহেরপুরের রফিকুল ও ববিতার ভাঙা সংসার জোড়া লাগালো মউক

 

আমঝুপি প্রতিনিধি: জোড়া লাগলো ববিতা ও রফিকুলের সংসার। মেহেরপুর সদর উপজেলার দেগলকান্তি গ্রামের বাবলু ইসলামের মেয়ে ববিতা খাতুন এবং মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের আবদুল হামিদের ছেলে রফিকুল ইসলামের সংসার জোড়া লাগিয়ে দিলো আমঝুপির মানব উন্নয়ন কেন্দ্র (মউক)। ওই দুজনের বিয়ে দু’বছর আগে। পারিবারিক কলহের কারণে ভেঙেই যাচ্ছিলো তাদের সংসার। এক পর্যায়ে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ববিতা বাপের বাড়ি চলে যান। এতে রফিকুল ইসলামসহ তার পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। পরে মানবাধিকার প্রতিষ্ঠান মানব উন্নয়ন কেন্দ্রে লিখিত অভিযোগ করেন স্বামী রফিকুল ইসলাম। স্ত্রী ববিতা খাতুন স্বামীর অভিযোগের সত্যতা স্বীকার করেন। মউক তাদের আইন সহায়তা সেল (সৌহার্দ্য ইউনিট) উভয় পক্ষকে বোঝাতে সক্ষম হয়। সালিস বৈঠকের মাধ্যমে ববিতা খাতুন রফিকুলের সংসারে ফিরে যান। সালিস পরিচালনা করেন মাবন উন্নয়ন কেন্দ্রের (মউক) প্রোগ্রাম ম্যানেজার মোছা. কাজল রেখা ও প্রোগ্রাম অফিসার মো. লিটন মিয়া।

Comments (0)
Add Comment