মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পিরোজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দীন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুল হক। সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। পরে রফিকুল ইসলামকে সভাপতি এবং শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। পরে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়।