বারাদী প্রতিনিধি: শত্রুতামূলক কৃষকের দুই বিঘা জমির ফলবান লাউগাছ কেটে তছরূপ করেছে দুর্বৃত্তরা। মেহেরপুর সদরের বর্শিবাড়িয়া গ্রামের গড়গড়ির মাঠে কৃষক হাবিবুর রহমান খোকনের দুই বিঘা জমির লাউগাছ শত্রুতামূলক কে বা কারা কেটে তছরূপ করেছে। গত রোববার রাতের আধারে এই দুই বিঘা জমির লাউ গাছ কেটে তছরূপ করেছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্ত কৃষক। তবে কে বা কারা তার এ ক্ষতি করেছে তা অনুমান করতে পারছেন না তিনি। লাউচাষি খোকন জানায় বুধবার সকালে আমি লাউ সংগ্রহের জন্য জমিতে গিয়ে দেখি আমার দুই বিঘা জমির গাছ মরে শুকিয়ে গেছে। জমির ভেতর রেখে গিয়ে দেখি প্রতিটা লাউ গাছের গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। দুই বিঘা জমিতে ৩শ গাছ লাগানো হয়েছিল। বাগান থেকে আমি হাজার দশেক টাকার লাউ বিক্রি করেছি। এই বাগান করতে আমার ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কে বা কারা আমার ক্ষতি করল আমি বুঝতে পারছি না। এ বছর আমি প্রায়ই ২ লাখ টাকার লউ বিক্রি করতাম। কিন্তু তার আগেই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।