মুজিবনগর থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের ব্র্যাক অফিসের সামনে থেকে ৯ বোতল ফেনসিডিলসহ জলিল (৪০) ও আনারুল ইসলাম নামের দুজনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গত বুধবার সকালের দিকে দুজনকে আটক করা হয়। আটক দুজন মানিকনগর গ্রামের মৃত ফকির মহলদার ও একই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল জানায়, গত বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতি মুজিবনগর থানার এসআই উত্তম কুমার, এসআই সাহেব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারগঞ্জ বাজারের ব্র্যাকের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে জলিল ও আনারুলতে আটক করা হয়। পরে মানিক নগর গ্রামস্থ ধৃত আসামি জলিলের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাদের দুজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মেহেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে বলে মুজিবনগর থানা ইনচার্জ জানান।

Comments (0)
Add Comment