মুজিবনগর থানা পুলিশের অভিযানে আটক ৩

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় হেরোইনসহ ২ মাদকসেবি এবং এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান- বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আনন্দবাস গ্রামের মুড়োতলা মাঠ এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ আনন্দবাস গ্রামের আনারুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৯) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোছিয়া পাড়ার হেকমত আলীর ছেলে আব্বাস আলীকে আটক করে। এছাড়া মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজমত আলীর ছেলে রাকিবুল ইসলামকে আটক করেছে। গতকালই আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment