মুজিবনগর উপজেলা উলামা পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

 

মুজিবনগর প্রতিনিধি: বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সা.) ও আয়েশা সিদ্দিকি (রা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মুজিবনগর উপজেলা উলামা পরিষদ ও ইমাম পরিষদ। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে মুজিবনগর উপজেলা উলামা পরিষদ সভাপতি মাও. ইলিয়াস হুসাইনের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা উলামা পরিষদ সভাপতি মাও. ইলিয়াস হুসাইন, সেক্রেটারি মাও. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. মিনারুল ইসলাম, প্রচার সম্পাদক মাও. তারিকুল ইসলাম, সদস্য মাও. মুক্তি সাদিকুর রহমান প্রমুখ। মুজিবনগর উপজেলা উলামা পরিষদ ও ইমাম পরিষদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মুজিবনগরের কেদারগঞ্জ এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে কেদারগঞ্জ বাজারের যাত্রী ছাউনির সামনে গিয়ে শেষ হয়।

Comments (0)
Add Comment