মুজিবনগরে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস মেষচরার মাঠ থেকে বস্তাভর্তি পরিত্যক্ত ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশ এ ঘটনর সাথে জড়িত ব্যবসায়ীদের আটক করতে ব্যর্থ হয়েছে।

মুজিনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসআই উত্তম, এস আই হেকমত, এসআই জুয়েল ও এসআই সুভাষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আনন্দবাস গ্রামের মেষচরার মাঠে পৌঁছুলে বস্তাভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে যায় দুজন ব্যবসায়ী। এ সময় পুলিশ বস্তার মধ্যে থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তিনি আরো বলেন, ফেনসিডিল ব্যবসায়ীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Comments (0)
Add Comment