মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর থানার পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। গত রোববার রাতে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে কাইরুল ইসলাম (৩০), একই গ্রামের মৃত তাহাজউদ্দীনের ছেলে আকামুল শেখ (২৭), মৃত সার্থক গাইনের ছেলে শাহীন গাইন (২৮), মৃত কিয়ামউদ্দীনের ছেলে মজিদুল শেখ (৩২), মৃত সুলতান শেখের ছেলে ইস্রাফিল (৩২) ও ইস্রাফিলের স্ত্রী বিলকিস খাতুন (২৪) এবং শিবপুর গ্রামের ইসাহাক গাজির ছেলে হায়দার গাজী (৪৮), মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ফুলসুরাতের ছেলে লুক্কাই (২৬) ও দারিয়াপুর ইউনিয়নের গৌরীনগর গ্রামের আজাহারুল ইসলামের ছেলে সহিদ (২৮)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাশেম জানান, এসআই আব্দুল আলিম শেখ, এসআই মশিউর রহমান, এসআই ইস্রাফিল ও এসআই সুভাস সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটক ব্যক্তিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদেরকে মেহেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।