মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত বুধবার রাতে মুজিবনগর উপজেলার তারানগর ও জয়পুর এলাকায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩১ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের মৃত মেঘা কোয়েলের ছেলে হক সাহেব (৩৫) ও জয়পুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে লিটন (২৮)। মুজিবনগর থানা পুলিশের এসআই ইকবাল ও এস আই সুভাষের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসআই ইকবাল হোসেন ও এস আই আব্দুল আলিম জানান, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাশেম স্যারের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন তারনগর কবরস্থান মোড় ও জয়পুর চৌরাস্তার মোড়ে এলাকায় অভিযান চালিয়ে আসামি হুদাপাড়া গ্রামের হক সাহেবকে ৩১ বোতল ফেনসিডিল তারানগর কবরস্থান মোড় থেকে ও জয়পুর গ্রামের লিটনকে ৫০০ গ্রাম গাঁজাসহ জয়পুর চৌরাস্তার মোড়ে আটক করা হয়। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাসেম জানান, তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।