মুজিবনগরে ফেনসিডিল উদ্ধারসহ তিনজন আটক

মুজিবনগর প্রতিনিধি: একশ’ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলার দায়িরাপুর ঈদগাহ এলাকা থেকে ইজিবাইকে বহন করার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার রেজাউল হক (৪০), খায়রুন বেগম (৫০) ও শাহাজামাল (৩৮)। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবির এসআই অজয় কুমার কু-ু।
ডিবিসূত্রে জানা গেছে, আটকৃতরা ফেনসিডিল নিয়ে যাত্রীবেশে ইজিবাইকে যাওয়ার সময় ডিবির অভিযান দল তাদেরকে আটক করে। এসময় তাদের নিকট থেকে একশ’ বোতল ফেনসিডিলসহ উদ্ধার করা হয়। এছাড়া তাদের বহনকৃত ইজিবাইক ও ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটকৃতদের নামে মামলাসহ মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।

 

Comments (0)
Add Comment