মুজিবনগর প্রতিনিধি: ধর্মীয় আলোচনাসভা, তীর্থযাত্রা ও মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে মুজিবনগর ভবরপাড়ার ক্যাথলিক চার্চে মহা খ্রীষ্টযোগ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ভোরে মহা খ্রীষ্টযোগে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যাথলিক ম-লীর ধর্ম গুরু কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি। আলোচনা পালক পুরোহিত বাবুল বৈরাগীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আর্চ বিশপ বিজয় এন.ডি.ক্রুজ ও এমআই, সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, রাজশাহী ধর্মপ্রদেশের বিশব জের্ভাস রোজারিও, দিনাজপুর ধর্মপ্রদেশের সেবাস্টিয়ান টুডু, ময়মনসিংহ ধর্মপ্রদেশের পল পলেন কুবি সিএসসি, বরিশাল ধর্মপ্রদেশের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসিস, খুলনা ধর্মপ্রদেশের বিশব জেমস্ রমেন বৈরাগী ও স্থানীয় ইউপি সদস্য মি. দিলিপ মল্লিকসহ পুরোহিত, সিস্টার, ক্যাটিকিষ্ট ও এলাকার খৃষ্টিয় জনগণ উপস্থিত ছিলেন। পরে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন ও বীর শহীদের শান্তি কামনায় প্রার্থনা করেন অতিথিবৃন্দরা।