মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের নামার মাঠে কৃষক রাজু গাজীর ১৫ কাঠা জমির পেঁয়াজ ও কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত পরশু রোববার (দিনগত রাতের কোন এক সময় দুষ্কৃতকারীরা পেঁয়াজ ও কলা গাছ কেটে দেয়। গতকাল সোমবার সকালে মাঠে গিয়ে এ দৃশ্য দেখে কৃষক রাজু গাজী কান্নায় ভেঙে পড়েন। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। মুজিবনগর থানার (ওসি) উজ্জল কুমার দত্ত জানান-অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।