মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে আরিয়ান নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আরিয়ান ওই গ্রামের আরফিন হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এদিন বিকেলের দিকে শিশু আরিয়ান তার মাসহ কয়েকজনের সাথে দ্বিতল
বাড়ির ছাদে ওঠে। ওই সময় সে সকলের অজান্তে ছাদের ধার থেকে পা পিছলে নীচে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু রাস্তার মাঝে তার মৃত্যু হয়। কোনোপ্রকার পুলিশি ঝামেলা ছাড়ায় এদিন রাত ৯ টার দিকে তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত শিশু অরিয়ান আরফিন হোসেনের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিলো ছোট। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।