মুজিবনগরের কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতিকে অপসারণের দাবিতে স্মারকলিপি

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দীনের অপসারণ দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কেদারগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তারা মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন কুমার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারক লিপিতে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে কেদারগঞ্জ বাজার কমিটি গঠন করা হয়। যা দুই বছর পূর্বে মেয়াদোত্তীর্ণ হয়েছে। কমিটি গঠনের পরে সভাপতি কুতুবউদ্দীন একনায়কতন্ত্র কায়েম করে চলেছেন। যার ফলে কমিটির অন্যান্য সদস্যরা নিস্ক্রীয় হয়ে পড়েছে। এরই মধ্যে কেদারগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হেকমত আলীর অকাল মৃত্যুতে সভাপতি কুতুব উদ্দীন আরো বেপরোয়া হয়ে উঠেছেন। বাজার ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অংকের অর্থ তুলে নিজের ইচ্ছামতো ব্যয় করছেন। তিনি কোনো হিসাব দেন না এবং বাজারের উন্নয়নমূলক কোনো কাজও করেন না। সারাবছর বাজার থাকে  নোংরা ও কর্দামাক্ত পরিবেশ। বাজারের ব্যবসায়ীরা এখন অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া সভাপতি কুতুবউদ্দীন তার সভাপতি পদের প্রভাব খাটিয়ে বাজারে বিভিন্ন সালিসের নামে অর্থ আত্মসাতসহ জেলা পরিষদের দোকান ঘর বরাদ্দের নামে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্মারকলিপি প্রদান শেষে দোকান-ঘর বরাদ্দের নামে আত্মসাৎ কৃত অর্থ ফেরতের দাবিতে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শহিদুল ইসলাম, ফারুক মল্লিক, মুদি ব্যবসায়ী শাহীন আলী, নজরুল ইসলাম, তুহিন আলী প্রমুখ।

Comments (0)
Add Comment