মায়ের ওপর অভিমান করে সরোজগঞ্জ শাহাপুরের কলেজছাত্রীর আত্মহত্যা

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ শাহাপুরের কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে সরোজগঞ্জ শাহাপুর গ্রামের জয়নাল আবেদিন লালুর মেয়ে সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী নুরি খাতুন (১৭)। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে ছোট ভাইয়ের সাথে খুটিনাটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়, এ নিয়ে নুরির মা বকাঝকা করেন। বকাঝকা করাই মায়ের ওপর অভিমান করে বিকেল ৩টার দিকে সে নিজের ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা টের পেলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ হাসপাতালে তদন্ত করে আত্মহত্যা সঠিক ধারনা পাওয়াই ও কোনো বাদী না থাকায় ময়না তদন্ত ছাড়ায় দাফন করার অনুমতি প্রদান করেন। হাসপাতাল থেকে রাতে তার লাশ নিজবাড়িতে নেয়া হয়। বাড়ির পাশে জানাজা শেষে গ্রামের স্থানীয় কবরস্তানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

Comments (0)
Add Comment