কালীগঞ্জ সংবাদদাতা: মালয়েশিয়ার জোহর বারুতে দুর্ঘটনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। জাহাঙ্গীর আলম মালয়েশিয়ায় ক্রেন ড্রাইভার ছিলেন। মালয়েশিয়া থেকে নিহতের চাচাতো ভাই হোসাইন মোহাম্মদ জীম এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে ক্রেনের কন্ট্রোল হারিয়ে পাশের একটি পিলারের সাথে ধাক্কা লাগে এবং তার মাথার পেছন সাইডে প্রচন্ড ক্ষত হয়। হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দেশে মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। লকডাউনের কারণে একটু সমস্যা হতে পারে।