স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক দুজনের মধ্যে একজনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল সকালে ও দুপুরে শহরতলীর দৌলতদিয়াড়ে ও সদর উপজেলার গোপিনাথপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় এক অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন ও ৮শ’ গ্রাম গাঁজা। সাজাপ্রাপ্ত মান্নান সরদার (৪৩) চুয়াডাঙ্গা জিনতলাপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে ও আটককৃত ইলিয়াস হোসেন (৪৫) সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি টিম শহরতলি দৌলতদিয়াড়ে অভিযান চালান। এ সময় মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে এক অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করা হয় জিনতলাপাড়ার মান্নান সরদারকে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদ- ও পঞ্চাশ টাকা অর্থদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে অভিযান চালান। এ সময় নিজ বাড়ি থেকে আটক করা হয় ইলিয়াস হোসেনকে। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৮শ’ গ্রাম গাঁজা। গতকালই সাজাপ্রাপ্ত মান্নান সরদারকে জেলা কারাগারে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ ইলিয়াস হোসেনকে সদর থানায় সোপর্দ করা হয়।